৳ 775
১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক নেতৃত্বে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ-বাংলাদেশ ! এজন্য এ জাতিকে পারি দিতে হয়েছে অধিকারহারা-বঞ্চনাময় একটি সুদীর্ঘ অধ্যায়। একসময় ধন ও ধান্য পুষ্পে-ভরা ছিল সুজলা-সুফলা এই বসুন্ধরা। অতঃপর ইতিহাসের এক বাঁকে তাকে থামিয়ে দেয়া হয়। সােনার বাঙলাকে পরিণত করা হয় শশানে । আধুনিক সমাজে উক্রমণের কালপর্বে ইউরােপিয় সাম্রাজ্যবাদীরা সহজিয়া সংস্কৃতিসঞ্জাত এ জনপদের নৃগােষ্ঠীকে নামিয়ে দেয় সাব-হিউমানের পর্যায়ে। শােষণ হয়ে ওঠে তাদের শাসনের মূল অনুষঙ্গ। ধ্বংস করা হয় শিল্প, সংস্কৃতি, কৃষিসহ সহজিয়া মূল্যবােধ। বিপর্যস্ত করা হয় আবহমানকালের সামাজিক সংহতি।। পেছনের দিকে তাকালে দেখা যায়; ব্রিটিশদের শােষণ পর্যায়ের পূর্বে এ অঞ্চলের শাসককুল ছিলেন প্রবলভাবে প্রজাবান্ধব। 'রাজধর্ম' হৃদয়ে ধারণ করে তারা চালিয়েছেন শাসনকার্য। ন্যায় ও ন্যায্যতার প্রশ্নে ছিলেন প্রবলভাবে প্রতিজ্ঞ। সে পর্যায়ে এ অঞ্চলের জনগােষ্ঠীকে যেমন নিপতিত হতে হয়নি বঞ্চনাময় জীবনের গহিনে, তেমনি সামাজিক-ধর্মীয় কোন্দলের কারণে হতে হয়নি বিপর্যস্ত। দুধে ভাতে কাটিয়েছে তারা একটি জ্যোতির্ময় জীবন। অতঃপর ব্রিটিশদের প্রবর্তিত শােষণ ব্যবস্থার মাধ্যমে পুরােপুরিভাবে পাল্টে দেয়া হয় সামাজিক জীবন। বিদেশি শােষকদের সাথে নবসৃষ্ট জমিদার শ্রেণির সম্পৃক্ততায় বাঙলা হয়ে ওঠে শােষণের মৃগভূমি। তাদের সাথে শােষণ বলয় হতে সৃষ্ট-বিকশিত সুবিধাবাদী একটি শ্রেণি ক্রমশ হয়ে ওঠে বঞ্চিত জনগােষ্ঠীর অধীশ্বর। সংখ্যাগরিষ্ঠের স্বার্থ হয় পদে পদে উপেক্ষিত। একপর্যায়ে ধর্মান্ধতার মমাড়কে মােড়া বিভাজিত স্বাধীন রাষ্ট্রের মােয়া ধরিয়ে দেয়া হয় ক্ষুধার্ত জনগােষ্ঠীকে। সে পর্যায়ের পর পূর্ববাঙলার বাঙালিদের আরও সােয়া দুই দশক থাকতে হয় নয়া ঔপনিবেশিক বলয়ে। অতঃপর অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে হতে হয় উচ্চকিত, নয়া জাতিসত্তার গহিনে রােপন করতে হয় বেঁচে থাকবার স্বপ্নবীজ। সেসব স্বপ্নের সুদীর্ঘ সংগ্রামমুখর অধ্যায়ের আলােকেই প্রণীত হয়েছে গ্রন্থটি। নবপ্রজন্মকে ‘বাঙলা-বাঙালি-বঙ্গবন্ধু' বিষয়ে জানান দেয়ার তাগিদ থেকেই লেখা হয়েছে এ গ্রন্থ। আশাকরি এ গ্রন্থের মাধ্যমে আমাদের জাতিসত্তার বিপর্যয়-বিনির্মাণের নানারৈখিক অধ্যায় সম্পর্কে পাঠককুল কিছুটা হলেও পরিজ্ঞাত হতে সক্ষম হবেন।
Title | : | বাঁচার দাবি বাঙলা বাঙালি ও বঙ্গবন্ধু (হার্ডকভার) |
Publisher | : | নালন্দা |
ISBN | : | 9789849382485 |
Edition | : | 2020 |
Number of Pages | : | 455 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0